ঘোষিত বাবা দিবস উপলক্ষে দেখা যায় বাবা’র প্রতি শ্রদ্ধা ভালোবাসা। শোনা যায় পৃথিবীর ছাদের সম জন্মদাতা পিতার গুনগান।
দেখা যায় প্রিয় বাবার সাথে কত রকমের কতো ছবি। সেসব ছবি দেখে বোঝা যায়, স্বর্গীয় বা জান্নাতি, জীবিত বা মৃত বাবার প্রতি সন্তানের উজাড় করে দেয়া ভক্তিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা! তো যাই হোক, আমার জন্মদাতা পিতা বা বাবা মৃত্যুবরণের সময়ে বা এরও আগে-পরে হাতে হাতে মোবাইল অথবা ক্যামেরা ছিল না। ছিল, জরুরি কোনও কাজে ব্যবহারের জন্য নিজের দু’একটা পাসপোর্ট সাইজের ছবি তোলার সনাতনী পদ্ধতির স্টুডিও।
সেসব স্টুডিওতে গিয়ে যাদের ছবি দরকার হতো, কেবল তারাই তাদের কাজের জন্য কয়েকটা সাদা-কালো ছবি তুলেছিলেন। এছাড়া তখনকার সময়ে অনেকেরই নিজের ছবি তোলা হতো না। তাই তাদের মৃত্যুর পর তাদের নিজ ঘরেও ছবি টাঙানো হতো না। একারণে আমার মা-বাবার ছবিও আমার বা আমাদের পরিবারের কারোর কাছে তাদের ছবি সংগ্রহে নেই। তাই এই বিশ্ব বাবা দিবসে আমার স্বর্গীয় বাবার ছবি পোস্ট করে বাবার স্মরণে ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন জানাতে পারলাম না।
এই বিশ্ব বাবা দিবসে বাবার স্মরণে ভক্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করছি, জন্মদাতা পিতার সমাধি স্থানের ছবি দিয়ে। মানে আমার বাবাকে যেই শ্মশানে দাহ করা হয়েছিল, সেই শ্মশান ঘাটের ছবি দিয়ে বিশ্ব বাবা দিবসে বাবার প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা ও বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
সেই সাথে এই পৃথিবীর মৃত আর জীবিত, স্বর্গীয় বা জান্নাতি সকল বাবার প্রতি জানাচ্ছি, ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা। পৃথিবীর সকল স্বর্গীয় বা জান্নাতি বাবা পরপারে শান্তিতে থাকুক। জীবিত সকল বাবা সুখে-শান্তিতে থাকুক, এই কামনা করি।
loading...
loading...
বাবার প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
loading...
পৃথিবীর সকল বাবা জীবদ্দশায় সুখে-শান্তিতে থাকুন। আর পরপারে ভালো থাকুক, এই কামনা করি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।
loading...
বাবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই
loading...